রসায়ন বিজ্ঞান
আর্সেনিক কি? আর্সেনিক দূষণ হতে মুক্তির উপায় কি?
আর্সেনিক হলো একটি স্ফটিক আকারের ধাতব মৌল। এটি পানিতে খুব সামান্য পরিমাণে দ্রবীভূত থাকে। পানিতে এর স্বাভাবিক মাত্রা ০.০১ মিলিগ্রাম/লিটার।
আর্সেনিক দূষণ হতে মুক্তির উপায়
আর্সেনিক দূষণের কবল হতে রক্ষা পেতে যেসব উদ্যেগ গ্রহণ করতে হবে:
১। আর্সেনিক দূষিত পানি পান করা থেকে বিরত থাকতে হবে।
২। পানির বিকল্প উৎস ব্যবহার করতে হবে এবং পানি ফিল্টার করে খেতে হবে।
৩। সস্তা ও সহজলভ্য প্রযুক্তি আবিস্কার করে আর্সেনিকমুক্ত পানি সরবরাহ নিশ্চিত করতে হবে।
৪। হ্যান্ড টিউবওয়েলের পরিবর্তে গভীর টিউবওয়েলের ব্যবহার বাড়াতে হবে। কারণ গভীর টিউবওয়েলের তুলনামূলক আর্সেনিক দূষণ কম।
৫। আর্সেনিকোসিস রােগে আক্রান্ত মানুষকে অবশ্যই আর্সেনিক মুক্ত পানি ও পুষ্টিকর খাবার খেতে হবে।