আর্টিকেল

আর্কিমিডিস (Archimedes in Bengali)


আর্কিমিডিস
(Archimedes) ছিলেন একজন গ্রিক গণিতবিদ, পদার্থবিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, আবিষ্কারক এবং জ্যোতির্বিদ। তিনি একদিকে যেমন গোলকের আয়তন, পাইয়ের মান, অসীম সিরিজের যোগফল এ ধরনের গাণিতিক সমস্যার সমাধান করেছেন, ঠিক সে রকম অন্যদিকে পানি উপরে তোলার জন্য স্ক্রু পাম্প, শক্রর যুদ্ধ জাহাজ ধ্বংস করার জন্য বিচিত্র যন্ত্র কিংবা দূর থেকে আগুন ধরিয়ে দেয়ার জন্য বিশেষ আয়না তৈরি করে দিয়েছিলেন। তাঁকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন গণিতবিদ হিসেবে বিবেচনা করা হলেও তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি জানা যায় না। তাঁর শহর রোমান সৈন্যরা যখন দখল করে নেয় তখন তিনি একটা গাণিতিক সমস্যা নিয়ে ব্যস্ত ছিলেন। তাঁর কোনো ক্ষতি না করার নির্দেশ থাকার পরও একজন রোমান সৈন্য তাঁকে হত্যা করে ফেলেছিল।

আরো পড়ুনঃ-

১। থমাস ইয়ং (Thomas Young in Bengali)

২। হারবার্ট মার্শাল ম্যাকলুহান (Herbert Marshall McLuhan in Bengali/Bangla)

৩। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (Issorcondoro bidasagor in Bengali)

৪। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন (Begum Rokeya Sakhawat Hossain in Bengali)

৫। সোফিয়া (Sophia)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button