তথ্য প্রযুক্তি

অনলাইন গেমে পাতা ফাঁদে পা দিয়ে টাকা খোয়াচ্ছে যুবসমাজ

অনলাইন গেমে পাতা ফাঁদে পা দিয়ে টাকা খোয়াচ্ছে যুবসমাজ

মোবাইল গেমের সঙ্গে আজ সকলেই পরিচিত । কিন্তু এই গেমের নেশায় বুঁদ হয়ে যুব সমাজ লক্ষ লক্ষ টাকা খোয়াচ্ছে । সবসময় যে প্রতারিত হচ্ছে তা নয় , গেমের ভারচুয়াল উপকরণ কিনতে খরচ করছেন প্রচুর । যা রীতিমতো সামাজিক ব্যাধির আকার নিয়েছে।

মোবাইলের স্ক্রিনের মধ্যেই সমস্ত জগৎ ।আর এই ভারচুয়াল মাধ্যমের অমোঘ আকর্ষণ থেকে বেরিয়ে আসা দুঃসাধ্য হয়ে উঠেছে । বিশেষ করে কমবয়সী ছেলেমেয়েদের মধ্যে অনলাইন গেমের নেশা বেড়েই চলেছে ।এই গেমে মজেছেন রোজগেরে যুবকরাও ।আর এই গেমের ফাঁদে পা দিয়ে প্রচুর টাকা নষ্ট করছেন তাঁরা ।

মূলত অনলাইনে ব্যাটেল ফিল্ড , সিওসি , পাবজি এই ধরনের গেমের ই বেশি চল রয়েছে । এই গেমগুলিতে বিভিন্ন পর্যায় রয়েছে । ধাপে ধাপে পর্যায় গুলি পেরতে হয় । এই আর্কষন গেম খেলার জন্য বেশ কিছু ভারচুয়াল উপকরণ কিনতে হয় । যার জন্য প্রচুর টাকা প্রয়োজন । উপকরণ গুলি কিনলে তবেই গেমের পরবর্তী পর্যায়ে যাওয়া সহজ হয় । আর তাই অর্থের বিনিময়ে একর পর এক উপকরণ কেনার নেশায় বুঁদ হয়েছে যুবসমাজ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button